কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায়ছটা এলাকার পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৫/২৭বছর বয়সী) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেন্টার পুকুর পাড় সংলগ্ন রায়ছটা চৌধুরী বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত সোমবার রায়ছটায় আশরাফ আলী(রহ.)এর ওরশ ছিল। সেখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লোকজন এসেছিল ওরশে অংশ নিতে। স্থানীয়রা ধারনা করছে, ওই অজ্ঞাত যুবক পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানা বা হয়তো মৃগী রোগ থাকার কারণে পুকুরে পড়ে মারা যেতে পারে। তারপরে লাশের পরিচয় পেতে সাধারন জনগন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে বলে সুত্রে জানা যায়।
বাঁশখালী থানার আওতাধীন বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মজনু মিয়া বলেন, অজ্ঞাত লাশটি পুকুরে ভাসতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পরনে শুধু জিন্সের প্যান্ট পরানো ছিল।প্যান্টের পকেটে একটি শাবানও পাওয়া যায়। এদিকে লাশ উদ্ধারের ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :