কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী দক্ষিনের প্রধান সড়কের পুইছড়ির নাপোড়া ব্রীজের পাশে ডেম্পার চাপায় আবু তাহের (৩৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত রিক্সা চালক আবু তাহের নাপোড়া মীরাপাড়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ডেম্পার (মিমি ট্রাক) রিক্সাসহ চালক আবু তাহের কে চাপা দিলে লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিক্সা চালক আবু তাহের কে মৃত ঘোষনা করে । এ ব্যাপারে বাঁশখালী থানার এসআই (সেকেন্ড অফিসার) কামরুল হাসান কায়কোবাদ বলেন, ঘটনার খবর থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে ।
উল্লেখ্য বাঁশখালীর প্রধান সড়কে নম্বর ও ফিটনেসবিহীন অসংখ্যা মিনিট্রিাক, ডেম্পার ও সিএনজি রয়েছে । যারা রাতের আধারে অবৈধ মাটি বালি ও গাছ পর্হিন করে । এছাড়া বেপরোয়া গতি চলতে গিয়ে প্রতিনিয়ত দুঘর্টনা সংগঠিত করে।
আপনার মতামত লিখুন :