শিরোনাম
◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ ◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ ◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা 

ফরিদপুরের ভাঙ্গায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা মেখে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে মাদ্রাসাশিক্ষক আনোয়ার শেখ। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে চুল কেটে দেয় ও মুখে আলকাতরা মেখে দেয়।

ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিবর্গের কাছে ক্ষমা চাইলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়