শিরোনাম
◈ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ◈ ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী কথা হতে পারে? ◈ ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য ◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো যুবলীগ নেতার লাশ

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো এক যুবলীগ নেতার মরদেহ। পরে সেটিকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে।

নিহত মো. আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী ভাদিয়াখোলা গ্রামে গান শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমজাদ হোসেন।  রাত ১০টার দিকে ভাদিয়াখোলা বাজারে বাবার সাথে তার দেখা হয়। আমজাদ বাবাকে বলেন, তুমি বাড়ি যাও। আমি আসতেছি। এরপর রাতে আর আমজাদ বাড়িতে ফেরেননি৷ আজ সকালে সরফদিনগর এলাকার ফসলের মাঠে পেঁয়াজ ক্ষেতের পাশের একটি পুকুরের (স্থানীয়ভাবে ডাঙ্গা নামে পরিচিত) পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়