রফিকুল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কোবদাসপাড়া মহল্লার সমাজসেবক আব্দুল্লাহ শেখ, চককোবদাস পাড়া মহল্লার সমাজসেবক শরিফুল ইসলাম আল আমিন, কোবদাসপাড়া মহল্লার সমাজসেবক আব্দুল হামিদ, রফিকুল কোচিং সেন্টারের পরিচালক, মো:রফিকুল ইসলাম।
বৃক্ষপ্রেমী শহিদুল ইসলাম বলেন,আমি মানবসেবায় বিশ্বাসী। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সেখান থেকেই আমার এ উদ্যোগ। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষা ও নানা উপকারের লক্ষ্যে জাম, কাঠাঁল, ডালিম, মেহেগুনি,পেয়ারা গাছ বিতরণ করা হয়।
এছাড়া দীর্ঘ পাঁচ বছর ধরে দুই সহস্রাধিক তালবীজ বিভিন্ন রাস্তাঘাট বিদ্যালয়ের আশেপাশের আঙ্গিনায় রোপন করা হয়েছে।
এসময় চককোবদাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের, রফিকুল কোচিং এর শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষিকা কাশপিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :