শিরোনাম
◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও) ◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮ ◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও) ◈ আধিপত্য থেকে বৈধতার সংকটে আওয়ামী লীগ! ◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ◈ গাজীপুরে ৮১ জন গ্রেফতার অপারেশন ডেবিট হান্টের ৩য় দিনে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে খুশি করাই ছিলো আওয়ামীলীগের কাজ : চরমোনাই পীর 

নিনা আফরিন,পটুয়াখালী : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের কল্যানের জন্য কোন কাজ করে নাই আওয়ামীলীগ। তাদের কাজ ছিল ভারতকে খুশি করা। গোপনে বাংলাদেশের জনগনকে না জানিয়ে বাংলাদেশের ক্ষতি হয় এমন বহু চুক্তি করেছে আওয়ামী লীগ ফেসিস্ট সরকার।  সেই আওয়ামীলীগকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষকে পঙ্গু হতে হয়েছে।  ৫ই আগষ্টের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ। সোমবার শেষ বিকালে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন গতানুগতিক রাজনৈতিক কোন দল নয়। যখনই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের গন্ধ পাই তখনি আমরা লংমার্চসহ আন্দোলন করি। ৫ই আগষ্ট সর্বপ্রথম আমরা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু বর্তমানে বিএনপি বলছে তারা নাকি সর্ব প্রথম বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মাও.কাজী গোলাম সরোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়