শিরোনাম
◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও) ◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮ ◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও) ◈ আধিপত্য থেকে বৈধতার সংকটে আওয়ামী লীগ! ◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ◈ গাজীপুরে ৮১ জন গ্রেফতার অপারেশন ডেবিট হান্টের ৩য় দিনে ◈ ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি (ভিডিও) ◈ বাধার মুখে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে ফিরে এল র‍্যাব

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পাখি ভ্যানের (মোটরচালিত ভ্যান) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। 

১০ ফেব্রুয়ারি সোমবার রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।নিহত শাহিন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। 

তথ্যটি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেলে সকাল ৮টার দিকে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়ক ধরে ভাঁড়রা গ্রাম থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে পাখি ভ্যানের (মোটরচালিত ভ্যান) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বেলা ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়নভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা শাহিন ঢাকা নেওয়ার পথে মারা গেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন। লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়