শিরোনাম
◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ ◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন

মাসুদ আলম : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। 

নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে আক্তার হোসেনকে মনোনয়ন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর এর অনুমতিক্রমে কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি  বর্তমান সভাপতি প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকার এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মোঃ আক্তার হোসেন এবং বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক জেবা ফারহানা-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে  মোঃ আফজাল হোসেন-কে মনোনয়ন দেয়া হলো।

উল্লেখ্য, এ এডহক কমিটির মেয়াদ ২০২৫ সালের ২রা মে পর্যন্ত বলবত থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ থাকে এর পূর্বে গত ৩ রা নভেম্বর ২০২৪ ইং তারিখে সাবেক এডহক কমিটির ঘোষণা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়