শিরোনাম
◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও) ◈ পুলিশ ও আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ পূর্ণ সক্ষমতায় আদানিকে বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের ◈ জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন : অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ◈ আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর (ভিডিও) ◈ ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্যে ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা, আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহবায়ক কমিটি গঠন

মাসুদ আলম : গাজীপুর জেলা বিএনপির ৪ সদস্য বিশিষ্ট  সংশোধিত আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে ফজলুল হক মিলনকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিককে এবং এক নং যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ও যুগ্ম আহবায়ক করা হয়েছে শাহ রিয়াজুল হান্নানকে।  সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  গাজীপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটিকে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।

ক) গাজীপুর জেলা বিএনপি’র পুনর্গঠিত আংশিক আহবায়ক কমিটির আহবায়ক, ১নং যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটি সমূহ অনুমোদিত হবে।

খ) গাজীপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

গ) আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়