শিরোনাম
◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ◈ গাজীপুরে ৮১ জন গ্রেফতার অপারেশন ডেবিট হান্টের ৩য় দিনে ◈ ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি (ভিডিও) ◈ বাধার মুখে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে ফিরে এল র‍্যাব ◈ জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত ◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেভিল হান্টে চুনোপুঁটিরাও বিচারের আওতায় আসবে : রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অভিযানে বড় রাঘববোয়ালদের ধরার পাশাপাশি চুনোপুঁটিরাও ছাড় পাবে না। তিনি বলেন, "যারা শয়তান, তারা অবশ্যই ধরা পড়বে, আর এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড়া পাবেন না।" তিনি আরও বলেন, অপারেশনটি ততদিন চলবে, যতদিন না দেশ শয়তানদের কু-নজর এবং অপকর্ম থেকে মুক্ত হয়।

এই বক্তব্য তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রদান করেন।

এ সময় তিনি জানান, "অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো ধরা না খেয়ে শাস্তি না পায়, সেজন্য সকল সতর্কতা নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিপরীতে সাধারণ মানুষের ভূমিকা প্রশংসনীয়, তবে জনগণের আইন হাতে তুলে নেয়া উচিত নয়।" এছাড়াও তিনি রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার কথা নিশ্চিত করেন, এবং দেশে সারের কোনো সংকট নেই, তবে কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এগারো পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ, র‌্যাব ৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলার পুলিশ সুপার ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়