শিরোনাম
◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও) ◈ পুলিশ ও আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ পূর্ণ সক্ষমতায় আদানিকে বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের ◈ জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন : অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ◈ আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর (ভিডিও) ◈ ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্যে ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা, আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী‌তে বালু মহালের টেন্ডার জমা দেওয়া ‌নি‌য়ে দু গ্রু‌পের মারামারি,  সাংবা‌দিককে পি‌টি‌য়ে জখম

সৈকত শতদল, রাজবাড়ী জেলা প্রতি‌নি‌ধি : রাজবাড়ীতে পেশাগত দ্বায়িত্ব পালনকালে মারপিটের শিকার হয়েছে এক সাংবা‌দিক। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
সোমবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত ওই সাংবা‌দি‌কের নাম ইমরান হোসেন মনিম। সে মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসা‌বে কর্মরত আ‌ছে। আহত ইমরান হোসেন মনিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালু মহালের টেন্ডার ড্রপিং ছিল। সেখানে টেন্ডার জমা প্রদান নিয়ে দুটি গ্রু‌পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ‌তি‌নি ভিডিও ধারন করলে ২০ থেকে ২৫ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে তাকে গুরুতর আহত করে। 

ইমরান হোসেন মনিম আরও বলেন, ঘটনার সময় পু‌লিশ উপ‌স্থিত ছি‌লো। তা‌দের সাম‌নে আমা‌কে মার‌ধোর ক‌রে জখম কর‌লো কিন্তু পু‌লিশ এ‌গি‌য়ে না এ‌সে তারা ঘটনাস্থল থে‌কে চ‌লে যায়। প‌রে স্থানীয় সংবাদকর্মীরা আহত অবস্থায় আমা‌কে উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিবের সা‌থে মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ কর‌লে ‌তি‌নি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালু মহালের টেন্ডার ড্রপিং উপলক্ষ্যে পুলিশ মোতায়েন ছিল। যেহেতু একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। লিখিত পেলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। এদি‌কে এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার কর্মরত সাংবাদিকরা। সেই সাথে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিও জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়