শিরোনাম
◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও) ◈ পুলিশ ও আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ পূর্ণ সক্ষমতায় আদানিকে বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের ◈ জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন : অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ◈ আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর (ভিডিও) ◈ ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্যে ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা, আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম

মিজান লিটন : দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিসিয়াল ভবন তৈরি হয়ে গেলেও বৃহত্তর জেলা চাঁদপুরে আজও হয়নি ভবন ৷ এজলাস কম হওয়ায় একই এজলাসে দুই থেকে তিনজন বিচারক কাজ করেন পালা ক্রমে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন নির্মিত না হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে৷ ক্রমাগত বাড়ছে মামলাজট। ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী ও বিচার সংশ্লিষ্টরা।

২০০৭ সালে বিভাগ আলাদা হওয়ার পরে ফৌজদারি বিচার কাজ পরিচালনার জন্য আলাদা বিচারক এবং আলাদা এজলাসের প্রয়োজনীয়তা দেখা দেয়। সময়ের পরিক্রমায় বিচারক সংকট কেটে গেলেও অবকাঠামোগত জটিলতা রয়েই গেছে।

একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচারকার্য পরিচালনার জন্যে উঠেন ৷ এতে বিচার কাজ ব্যাহত হচ্ছে।  বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলে ফিরতে ফিরতে হয় সন্ধ্যা। এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলাজটও। বেড়েই চলছে দুর্ভোগ।

আধুনিক এই যুগে এসেও চাঁদপুরে বিচারিক আদালত পরিচালনা করা হয় টিনসেড রুমে। এবং এখানে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি ও পরে থাকতে দেখা যায় অরক্ষিত। এতে সবসময়ই আশঙ্কার মধ্যে থাকেন আদালতের কর্মকর্তা কর্মচারিগন।
 
চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারধীন মামলা রয়েছে ৪৩ হাজার।  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচারক,বিচার প্রার্থী, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরাও।  অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে বিচারিক কাজ।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়