শিরোনাম
◈ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের কোনো লাভ হবে? ◈ আ.লীগ-ছাত্রলীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম (ভিডিও)  ◈ নির্বাচন কবে? নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর: প্রেস সচিব (ভিডিও) ◈ দুবাইয়ে চালু হলো অভিনব রেল বাস ◈ বুকস্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহবায়ক কমিটি গঠন ◈ সোনার দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ  ◈ সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, যে আলোচনা হলো ◈ সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান গ্রেফতার ◈ ফেনীতে জামায়াত নেতা বহিষ্কার, নেপথ্যে যা জানা গেল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম

মিজান লিটন : দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিসিয়াল ভবন তৈরি হয়ে গেলেও বৃহত্তর জেলা চাঁদপুরে আজও হয়নি ভবন ৷ এজলাস কম হওয়ায় একই এজলাসে দুই থেকে তিনজন বিচারক কাজ করেন পালা ক্রমে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন নির্মিত না হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে৷ ক্রমাগত বাড়ছে মামলাজট। ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী ও বিচার সংশ্লিষ্টরা।

২০০৭ সালে বিভাগ আলাদা হওয়ার পরে ফৌজদারি বিচার কাজ পরিচালনার জন্য আলাদা বিচারক এবং আলাদা এজলাসের প্রয়োজনীয়তা দেখা দেয়। সময়ের পরিক্রমায় বিচারক সংকট কেটে গেলেও অবকাঠামোগত জটিলতা রয়েই গেছে।

একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচারকার্য পরিচালনার জন্যে উঠেন ৷ এতে বিচার কাজ ব্যাহত হচ্ছে।  বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলে ফিরতে ফিরতে হয় সন্ধ্যা। এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলাজটও। বেড়েই চলছে দুর্ভোগ।

আধুনিক এই যুগে এসেও চাঁদপুরে বিচারিক আদালত পরিচালনা করা হয় টিনসেড রুমে। এবং এখানে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি ও পরে থাকতে দেখা যায় অরক্ষিত। এতে সবসময়ই আশঙ্কার মধ্যে থাকেন আদালতের কর্মকর্তা কর্মচারিগন।
 
চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারধীন মামলা রয়েছে ৪৩ হাজার।  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচারক,বিচার প্রার্থী, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরাও।  অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে বিচারিক কাজ।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়