ফরিদপুরে হত্যার ১১মাস পরে মামলার আসামি আটক
সনত চক্র বর্ত্তী,(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর থানা পুলিশ ১১মাস পরে হত্যা মামলার আসামি জিৎ সাহাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত জিৎ সাহা উপজেলার সাড়েসাতরশি গ্রামের জগদীশ সাহার পুত্র।
সোমবার(১০ ফেব্রুয়ারি) সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলে চাপা দেন শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ নিয়ে শেখ রহিমউদ্দিনের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৮ মার্চ ২০২৪ইং সদরপুর থানায় একটি সড়ক পরিবহন আইন-২০১৮ আইনে হত্যা মামলা দায়ের করেন। ওই সময় থেকে পলাতক ছিলেন জিৎ সাহা।
মামলার বাদী শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিত সাহা (১৮) নামের একজন মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর দিয়ে উঠায় দিয়ে আমার বাবাকে হত্যা করে । ওই সময়েই আমি সদরপুর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের প্রায় ১১মাস পর আসামি জিৎ সাহাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ । আমি আমার বাবার হত্যার বিচার চাই।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন বলেন. সড়ক পরিবহন আইন-২০১৮ মামলার পলাতক আসামীকে গতকাল সন্ধ্যায় সদরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :