শিরোনাম
◈ অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের: আসিফ নজরুল ◈ বাংলাদেশের পাঠ্যপুস্তকে ‘অরুণাচল’ ও ‘আকসাই চীনকে’ ভারতের অংশ দেখানোয় চীনের আপত্তি ◈ জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি  ◈ ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক ◈ বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো ◈ রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস আলম (ভিডিও) ◈ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ◈ ৬৪ জেলায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ◈ শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট ◈ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা নিজেই দ্বিতীয় বারের মত তার বাপকে হত্যা করেছে : ড. খন্দকার মোশাররফ 

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা দেশ বিরোধী চক্রান্তের ফলশ্রুতিতে দেশের ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নং বাড়িসহ সারাদেশজুড়ে শেখ মুজিবের ম্যুরাল ভেঙেছে। এর মানে হলো শেখ হাসিনা নিজেই তার বাপকে দ্বিতীয় বার হত্যা করেছে। 

শনিবার(৮ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি পৌরসভার বালুর মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও  বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি আরও বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া। ড. মোশাররফ বলেন, আওয়ামী নৈরাজ্য মোকাবেলা করতে বিএনপিসহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। তাই কেউ যদি কোনো প্রকারের ষড়যন্ত্র করে তাহলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। 

বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, ছাত্র- জনতার এই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফসল। আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে বিনাদোষে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন। আমাদের নেত্রীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী ফ্যাসিষ্ট সরকার। বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ ছাড়া করে রেখেছে। আমাকেও ১৭টি মিথ্যা মামলা দিয়েছেন। ৫ বছর জেল খাটিয়েছে৷ তাদের অত্যাচারে অসংখ্য নেতাকর্মী গৃহহারা ছিল, জেল-জুলুম নির্যাতনের খড়্গে তাদের জীবন দিশেহারা করেছিল এই জুলুমবাজ আওয়ামী সরকার। 

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এই নেতা বলেন, দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্টের দোসররা বাবু ও রিফাত নামের দুইজনকে হত্যা করেছিল। সারাদেশে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ এসব হত্যা মামলার আসামিরা এখনো বীরদর্পে চলাফেরা করে। তাদের দ্রুত গ্রেফতার করুন।

পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.  খন্দকার মারুফ হোসেন। 
এছাড়াও  বিশেষ অতিথির বক্তব্য  রাখেন—সাবেক উপজেলা বিএনপি'র সভাপতি একেএম সামছুল হক ও জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার,উপজেলা বিএনপি'র আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া,তিতাস উপজেলা বিএনপি'র আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. জসিম উদ্দিন আহমেদ,তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন মোল্লা,পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার ,পৌর বিএনপির সদস্য সচিব মো. কাউছার আলম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমানসহ দাউদকান্দি- তিতাস উপজেলা ও  পৌরসভা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়