শিরোনাম
◈ আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ ◈ শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ ◈ প্রতিবাদ সমাবেশে উত্তাল গাজীপুর, আ. লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি (ভিডিও) ◈ গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ড. ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব ◈ ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ে গতিসীমা না মানলে ভিডিও দেখে মামলা ◈ অযত্ন-অবহেলা ও খাদ্যসংকটে স্বাস্থ্য ভেঙে পড়ছে সাফারি পার্কের প্রাণীগুলো, ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ◈ আল ফায়হার বিরুদ্ধে রোনালদোর আল নাসরের দাপুটে জয় ◈ কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগ কর্মীদের সময় যাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায়

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে পৃথক দুর্ঘটনায় কৃষক-শিশু নিহত 

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে কৃষি কাজ করার সময় পাওয়ার টিলার চাপায় একজন কৃষক ও পুকুরের পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (০৭ফেব্রুয়ারি) উপজেলা দাশপাড়া ও আতোষখালী গ্রামে পৃথক দুটি মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত কৃষক মানিক রাঢ়ী (৪০) দাশপাড়া গ্রামের আলতাফ রাঢ়ীর ছেলে এবং নিহত শিশু মো. রিফাত (৩) গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, দাশপাড়া গ্রামের বাসিন্দা ও কৃষক মানিক রাঢ়ী বেলা ৩ টার দিকে কৃষি কাজ করছিলেন। জমিতে বীজতলার কাজ করার জন্য পাওয়ার টিলার চালানোর সময় সেটি উল্টে যায়। এতে কৃষক মানিক চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোষখালী গ্রামে নানা বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যু হয়েছে। সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো ওই শিশু। এরপরে দীর্ঘসময় তাকে খুঁজে পেলে বাড়ির পুকুরে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করা হয়। নিহত রিফাতের মায়ের ডিভোর্সের পর থেকে তিনি মায়ের সাথে নানা বাড়িতে থাকতেন। 

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন যমুনা নিউজকে বলেন, দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়