শিরোনাম
◈ জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি  ◈ ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক ◈ বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো ◈ রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস আলম (ভিডিও) ◈ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ◈ ৬৪ জেলায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ◈ শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট ◈ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ মাস্টারমাইন্ড বিশ্বাস করি না, ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থান: জামায়াত আমির (ভিডিও) ◈ গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ১৬

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমেই হতে হবে : শেখ ফজলুল করীম মারুফ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি : প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর সিষ্টেমেই (আনুপাতিক প্রতিনিধিত্ব) আগামি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নীতির পরিবর্তন ছাড়া ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় একারণেই ইসলামী আন্দোলন বাংলাদেল নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার অংশীদার হয়নি।
 
শুক্রবার বাদ জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর ৫ম জেলা যুব সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এসব কথা বলেন। 
 
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক একেএম আব্দুজাহের আরেফী বলেন, বিগত ১৬ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামীলীগ দেশকে কারাগারে পরিনত করেছিল, এবং দেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে অতএব অবশ্যই সামনের তিনটি নির্বাচনে আওয়ামিলীগকে নিষিদ্ধ করতে হবে ।
 
মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, বাংলার যুব সমাজ এটা আর দেখতে চায়না। তিনি আগামীর বাংলাদেশ পুনর্গঠনে যুব সমাজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
জেলা সভাপতি কেএম হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব,সেক্রেটারি মাওলানা নূর হোসাইন,সংগঠনিক সম্পাদক এসএম মাওলানা তাজুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর সহ-সভাপতি এইচ এম শাহজালাল, সাধারণ সম্পাদক মামুন প্রমুখ। 
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি আ ম ম উবাইদুল হক, দফতর সম্পাদত মুফতী মুহাম্মদ নাঈম,অর্থ সম্পাদক মুফতী নূরুল ইসলাম উসমানী,প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান ,প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মুন্সী , মাওলানা জোবায়ের খান খরাজী, প্রভাষক জাকির হোসাইন, ইমাম হোসাইন, মাসুদুর রহমান এম সোয়াইব হোসাইন সহ প্রমূখ নেতৃবৃন্দ।
 
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের নতুন সেশনের জন্য সভাপতি হিসেবে, আ ম ম উবাইদুল হক, সহ-সভাপতি,মুফতী রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম উসমানীর নাম ঘোষণা করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়