আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে পরিচালক (ট্রাফিক) পদে দায়িত্ব গ্রহন করেছেন মোঃ শামীম হোসেন। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসকের কার্যলয়ে ডিডিএলজি পদমর্যাদায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার ( ০৬ ফেব্রুয়ারী) দায়িত্ব গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সহকারী পরিচালক(প্রশাসন) সাহিদা শারমিন ।
তিনি বেনাপোল বন্দরের সাবেক পরিচালক( অতিরিক্ত দায়িত্বে থাকা) মামুন কবীর তরফদারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়।
জানা যায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি প্রজ্ঞাপনে ৪ মাস আগে মামুন কবির তরফদারকে বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) (অতিরিক্ত দাযিত্ব) দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি ভোমরা স্থলবন্দরে কর্মরত ছিলেন।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান বলেন,বন্দরের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেন না অতিরিক্ত বা ভারপ্রাপ্ত পরিচালকেরা। কোন সিদ্ধান্ত নিতে ঢাকার প্রধান কার্যালয়ের দিকে চেয়ে থাকতে হয়। সেখান থেকে দিক নির্দেশনা আসার পর কাজ হয় বন্দরে। এতে দ্রুত বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বাঁধা হয়ে দাঁড়াতো। নতুন দায়িত্ব গ্রহন করা কর্মকর্তা বাণিজ্য প্রসারে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক হয়ে কাজ করবেন আশা প্রকাশ করেন তিনি ।
বন্দরের নতুন দায়িত্ব গ্রহনকারী পরিচালক মোঃ শামীম হোসেন বলেন, বেনাপোল বন্দরের পুরানো সহকর্মীরা দায়িত্বশীল। এসব সহকর্মী আর বন্দর ব্যবহারকারীদের সাথে নিয়ে তিনি বাণিজ্য সম্প্রসারণে কাজ করবেন। এক্ষেত্রে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসী। দেশের স্থলপথে যে আমদানি-রফতানি বাণিজ্য হয় তার ৮০ ভাগ সম্পাদন হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর ৫০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকা রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা রাজস্ব আসে সরকারের।
আপনার মতামত লিখুন :