ধামরাইয়ে পিকআপ চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
মো;আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে:ঢাকার ধামরাইয়ে পিকআপ চাপায় শুভঙ্কর (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ফেরুয়ারী) সন্ধ্যায় ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে ঘটনাটি ঘটে।
তবে এই ঘটনায় পিকআপটি আটক করা গেলেও গাড়ী চালক পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই জিয়াউর রহমান। নিহত শুভঙ্কর সূয়াপুর বাজারের পশ্চিম পাশে বাবু লালের ছেলে। সে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, আজ বিকেলে সাভার থেকে একটি পিকআপ মাল বোঝায় সূয়াপুর বাজারে আসার সময় রাস্তার পাশে শুভঙ্কর নামে শিশুটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকাবাসি ধামরাই থানায় খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে গাড়ীটিকে আটক করা গেলেও চালক দ্রুত পালিয়ে যায়।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই জিয়াউর রহমান জানান, সূয়াপুর এলাকার সূয়াপুর বাজারের পাশে একটি পিকআপ চাপায় স্কুল ছাত্রের মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে গিয়ে গাড়ীটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।মরদেহটি তার পরিবারে র কাছে আছে।
বার্তা প্রেরক - মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে ০১৭১৩৫৮২০০১।
আপনার মতামত লিখুন :