শিরোনাম
◈  কে হবেন বিপিএলে সেরা ক্রিকেটার? ◈ বুমরাহকে নিয়ে ভারতীয় শিবিরে শঙ্কা, দলে না থাকলে শিরোপা জয়ের সম্ভাবনা ৩৫ ভাগ হ্রাস ◈ শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস আলম (ভিডিও) ◈ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওন গ্রেপ্তার ◈ অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ◈ ফের রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের ঘরে ◈ ভারত এখনো সাড়া দেয়নি হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে, রাজ্যসভাকে জানালেন দেশটির প্রতিমন্ত্রী ◈ বাংলাদেশে ৩ কোটি ৮০ লাখ ভোটার কখনো ভোট দিতে পারেনি ◈ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা  ◈ পল্লবীতে সেনাবাহিনী পরিচয়ে ফ্ল্যাট দখল করার চেষ্টা, গ্রেফতার ১৩

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে যাত্রীবাহী চলন্ত বাস আগুনে পুড়ে ভস্মীভূত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশত যাত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটির সাইলেন্সারের অংশ থেকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন পুড়ে বাসটি ভস্মীভূত হয়ে যায় ।পরে বাসে আগুনের খবর জানতে পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার ঘটনা যাত্রীরা জানতে পেয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শৈলকূপা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ মহিউদ্দীন জানান, ঘটনা শোনামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে ওই এলাকায় পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্টসার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি। ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন আরও জানান, বড় দুর্ঘটনার আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়