মো: আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে:"জ্ঞান- বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়" এই স্লোগান কে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, সুখি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নত এবং স্মার্ট শিক্ষার কোন বিকল্প নাই।বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। কোন কিছু সৃষ্টি করতে হলে আলাদা ভাবে চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরিকরে তা মেলায় উপস্থাপন করেন। এতে তাদের মেধার বিকাশ ঘটে থাকে। এটা দেখে অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করবে।
মেলার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের তৈরি ২৭টি স্টলে বিদ্যুৎ, জ্বালানি,পানির অপচয় রোধের যন্ত্রাংশ প্রদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :