শিরোনাম
◈ ‘জয় বাংলা’ গ্রুপে আওয়ামী লীগ নেতাদের আলোচনা ফাঁস ◈ যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ ◈  কে হবেন বিপিএলে সেরা ক্রিকেটার? ◈ বুমরাহকে নিয়ে ভারতীয় শিবিরে শঙ্কা, দলে না থাকলে শিরোপা জয়ের সম্ভাবনা ৩৫ ভাগ হ্রাস ◈ শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস আলম (ভিডিও) ◈ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওন গ্রেপ্তার ◈ অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ◈ ফের রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের ঘরে ◈ ভারত এখনো সাড়া দেয়নি হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে, রাজ্যসভাকে জানালেন দেশটির প্রতিমন্ত্রী ◈ বাংলাদেশে ৩ কোটি ৮০ লাখ ভোটার কখনো ভোট দিতে পারেনি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস তিন মাথা মোড়ে অবস্থিত হা-মীম পেট্রোল পাম্পের মালিকের বিরুদ্ধে রাতের অন্ধকারে মাটি দ্বারা গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ - বগুড়া মহাসড়কের বশিপুর বাইপাস তিন মাথা মোড়ে হা-মীম পেট্রোল পাম্পের সামনে   ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সান্তাহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন সান্তাহার পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজামুল আলম বৃত্তি।  অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সান্তাহার শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর শাকিল আলম, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক এমদাদুল হক, শিক্ষক বেলাল হোসেন, নাহিদ আলম, যুবদলের নেতা জাকিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম কোয়েল, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, তাঁতী দলের সভাপতি জোবায়ের হোসেন জবা, রুনা আক্তার, রোকসানা বেগম প্রমুখ। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ বের করে দেওয়াসহ পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়