শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সামনে যে ছয়টি বড় চ্যালেঞ্জ ◈ সেনা সদস্যরা ঘিরে রেখেছে বরিশালে সাবেক চিফ হুইপ হাসানাতের বাড়ি ◈ এবার ধানমন্ডি ৩২ নিয়ে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ◈ হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল ◈ ভাঙা হল শেখ মুজিবের বাড়ি, ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ (ভিডিও) ◈ এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন (ভিডিও) ◈ কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন: জামায়াত আমিরের আহ্বান ◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশির ওপর বিএসএফের গুলি-পাল্টা হামলা, সীমান্তে উত্তেজনা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশি গরু পাচারকারীদের সংঘর্ষে হিলি সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর বিওপি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গুলি-পাল্টা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান ও এক বাংলাদেশি নাগরিক। আহতদের পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএসএফের স্থানীয় বর্ডার আউটপোস্ট সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই বাংলাদেশির নাম মোহম্মদ আলাউদ্দিন (৩২)। তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। আহত বিএসএফ জাওয়ানের নাম ওরফেজ কুমার (২৭)। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকার বাসিন্দা। ৯১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ান আহত ওয়াফেজ এদিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত ছিলেন।

সূত্রের খবর, বুধবার ভোররাতে প্রায় পাঁচজন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশে ভারতীয় সীমান্তে  ঢুকে পড়ে। এ সময় কর্তব্যরত ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তারা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে বিএসএফ জাওয়ানের রাইফেল ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে তারা। বাধা দিলে ধরানো অস্ত্রের কোপ দিয়ে বিএসএফ সদস্যকে গুরুতর আহত করা হয়। পরে পাচারকারীদের উদ্দেশে এলোপাথাড়ি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। এ ঘটনায় মোহম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলে, বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে এমন খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। অন্যদিকে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে খবর পেয়ে সীমান্তে পৌঁছে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু হয়েছে। ফলে এই এলাকায় বিএসএফ-বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়