শিরোনাম
◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ ◈ পুরস্কারও ঘোষণা করার পরও পুলিশকে গুলি ছোড়া সাজ্জাদ কেন ধরা পড়ছে না, যা জানা গেল ◈ মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিরের ◈ পুলিশের ঊর্ধ্বতন ১২৪ কর্মকর্তাকে একযোগে বদলি ◈ রমজানে ফলের বাজার চড়া, ক্ষুব্ধ ক্রেতারা ◈ সোয়া ৩ লাখ কোটি ডলার মাত্র ২৪ জনের হাতে ◈ তেল, ডাল, আটা-ময়দাসহ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার ◈ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়াতে দুই প্রবাসীকে হত্যা করে লাশের ছবি পাঠালো পরিবারকে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ইতালির যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই যুবককে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারী মাফিয়া চক্র। শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় মাফিয়া চক্র দুই যুবককে হত্যার পর পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়। 
 
হত্যার সংবাদটি পরিবার ও গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়লে বাড়িতে কান্নার রোল বইছে ও শোকের মাতম বইতে শুরু করে ।
 
নিহত দুই যুবক হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর (২২) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৩)। 
 
এ বিষয় হৃদয়ের বাবা মিন্টু মাতুব্বর বলেন, দু’মাস আগে আমাদের গ্রামের আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে লিবিয়া হয়ে ইটালি পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই সেখান থেকে সৌদি আরব তারপর লিবিয়া নিয়ে যায়। সেখানে মাফিয়া চক্র হৃদয়কে হত্যা করে।
 
এঘটনার বিষয়ে হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ৪/৫ দিন ধরে হৃদয়ের কোন খোঁজ পাচ্ছিলাম না। দালালরা শুক্রবার সন্ধ্যার দিকে  আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারচক্র। টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে গুলি করে হত্যা  করেছে। 
 
পাশের গ্রামের নিরু খলিফা বলেন, রাসেল ও হৃদয় নামের দুই জনকে গুলি করে লিবিয়াতে হত্যা করা হয়েছে। তাদের শরীরে বালি মাখা সহ গুলি চিহ্ন রয়েছে। ওই মানবপাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদেরকে নির্যাতন করে হত্যা করে।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। ওই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়