শিরোনাম
◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে শৃংখলা ভঙ্গোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক কাউসার হোসেন ও দুমকী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অলিউর রহমান। আজ দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্যাডে প্রেস বিজ্ঞপ্তী দিয়ে বিষয়টি নিশ্চিত করা
হয়েছে। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বার্তায় জানা যায় দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক কাউসার হোসেনকে বহিস্কার কওে কেন্দ্রীয় কমিটি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারন সম্পাদক রাজিব আহমেদ বহিস্কারের বিষয়টি অনুমোদন করেছেন। তাদের দলের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। দলের সকল স্তরের নেতাকর্মীদেও তাদেও সাথে যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো: আতিকুল ইসলাম স্বাক্ষরিত আরেক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল,দুমকী উপজেলা শাখার সদস্য অলিউর রহমানকে দলের সকল ধরনের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়