শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পতাকা বৈঠকের পর ঠাকুরগাঁও সীমান্তেমা ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক মা ও ছেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার রাতে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। এর আগে শনিবার সকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ।

ফেরত আসারা হলেন- রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা রায় (৪৪) ও তার ছেলে আকাশ রায় (২২)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্প সুত্রে জানাযায়,শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ২ এস পিলার এলাকা দিয়ে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায়(২২) অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক হয়। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে সন্ধায় চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
পতাকা বৈঠকে চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মনিরউদ্দীন, বিএসএফ এর পক্ষে পরিদর্শক শরৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, শনিবার রাত ৮টার দিকে মা নিরালা রায় ও ছেলে আকাশকে থানায় সোপর্দ করেছে বিজিবি। সেইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির সুবেদার মনির উদ্দিন তাদের মা ও ছেলের নামে থানায় মামলা করেছেন। রোববার তাদের ঠাকুরগাঁও আদালতে তোলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়