শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত কর্মীকে পিটিয়ে দাঁত ভেঙে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা

নেত্রকোনার মদনে হালিম নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই ব্যক্তির দাঁত ভেঙে গেছে। শুক্রবার বিকালে পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শুক্রবার রাতেই আহতের ভাই বাদী হয়ে ৬ জনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আহত হালিম দেওয়ান বাজার এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত শুভ একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে পালন করেছেন।

জানা গেছে, আহত হালিম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জামায়াত করে আসছেন। বিগত বছরগুলোতে এ নিয়ে তাদের ওপর নির্যাতন চালায় প্রতিবেশী রিয়াজউদ্দিনের পরিবার। মামলাও দেয় ।

অভিযোগ সূত্রে জানা যায়, হালিমের ছয় বছর বয়সি মামাতো ভাইকে মারধর করে রিয়াজউদ্দিনের ১২ বছর বয়সি নাতি। এ ঘটনায় হালিমের বড় মামা আহাদ কথা বলতে আসলে রিয়াজউদ্দিনের ভাতিজা আমিন কসাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি শুনে বাজারে ছুটে যান হালিম। এ সময় শুভ, আমিন কসাই ও তার বাহিনী হালিমের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। মাথায় আঘাত পাওয়া ছাড়াও তার একটি দাঁত ভেঙে পড়ে যায়। আহত হালিম বর্তমানে মদন হাসপাতালে চিকিৎসাধীন। 

অভিযোগের বিষয়ে রিয়াজউদ্দিন বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি ও আমার ভাই সুলতান আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। আমিও আওয়ামী লীগের কর্মী এটা সত্য। কিন্তু এমনি এমনি তো আর ঝগড়া হয় না।’ 

কিভাবে এই ঝগড়া-বিবাদ শুরু হয়েছে তা জানতে এই প্রতিবেদককে পরামর্শ দেন রিয়াজউদ্দিন।

এ বিষয়ে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসনান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়