শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ১২জলদস্যু গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায়  ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন বিশেষ অভিযান পরিচালনা করে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২জন দুর্ধর্ষ জলদস্যু কে আটক করেছে। শুক্রবার মধ‌্যরা‌তে উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেভাজন একটি কাঠের বোটে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা হলেন- মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।
শনিবার (২৫ জানুয়ারী)

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক জানান, 'চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারার উপকুলীয় খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে থামানোর সংকেত প্রদান করে। এ সময় বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে ঘন্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ টি দেশীয় অস্ত্র যার মধ্যে ছুরি ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫টি, হাতুড়ি ২টি সহ ১২জন ডাকাতকে আটক করা হয়।'

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. রফিক (৪২) এর নেতৃত্বে উক্ত ডাকাত দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট হতে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে।

মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার মো. সিয়াম উল-হক আরও বলেন, 'সমুদ্রে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ‌নিবার তা‌দের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয় ব‌লে তি‌নি সাংবা‌দিক‌দের জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়