শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে  মাদকের বিরুদ্ধে ব্যাডমিন্টন 

এন এ মুরাদ, মুরাদনগর : মাদকের ভয়াবহতা  থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে কুমিল্লার মুরাদনগরে   শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ব্যাডমিন্টন খেলার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (২৪ জানুয়ারী)  রাত ৯ টায় জমকালো আয়োজনে  ভূতাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। তিন ম্যাচের রুদ্ধশ্বাস  ফাইনালে  চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল স্পোর্টিং ক্লাব, মুরাদনগর। খেলায়  রানার আপ হয় চেচড়া ব্যাডমিন্ট ফাইটার্স, নবীনগর।   চ্যাম্পিয়ান দলকে নগদ ৫০ হাজার ও রানার আপকে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। 
 
জানা যায়,  মাদক থেকে যুব সমাজকে  দূরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের  আয়োজন করেন ভূতাইল গ্রামের বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক   মোহাম্মদ  সাজ্জাদ হোসেন।  তিনি উক্ত  খেলার  মাঠ চার্জসহ  যাবতীয় খরচ ফ্রী করে দেন।

গত ৯ ডিসেম্বর খেলাটি  শুরু  করেন। ২৪  জানুয়ারি খেলার গ্র্যান্ড  ফাইনাল নানা আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্ত করেন। এর আগে খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।একটানা দেড় মাস এ খেলা চলে।  প্রতিদিন সন্ধার পর যুবকরা দলে দলে খেলা দেখতে মাঠে আসেন ও  ব্যাডমিন্টন খেলার  সুস্থ বিনোদন উপভোগ করেন।  

উক্ত খেলায়, আনোয়ার হোসেন (আনু) মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ,  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক  মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।  প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন   জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূইয়া। খেলাটি উদ্বোধন করেন ১নং শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ  বশির।  এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, খায়রুল বাশার,  মাহবুব হাসান সরকার কমল, সুজন মুন্সিসহ আরো অনেকে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়