শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বসতঘরসহ ১১টি দোকান পুড়ে ছাই

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া বিশ্বাস বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বসতঘরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। শুক্রবার দিবাগত দিবাগত গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

আগুনের সংবাদ পেয়ে আমতলী ও তালতলীর উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । ততক্ষণে অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই বাজারের জাকিরের চায়ের দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশে থাকা শাহজাহান খান, খলিল, জালাল, অনিল, ফারুক, মঈন অলিউল্লাহর দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আমতলী ও তালতলীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষনে ওই বাজারের ১১টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এমনকি বাজারের পাশে থাকা নিজাম বিশ্বাস এর বসত ঘরও পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক খলিল বলেন, অগ্নিকান্ডে আমার দোকানসহ বাজারের আরো ১১টি দোকান ও ১টি বসত ঘর পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের নগদ টাকা মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, অগ্নিকান্ডে আমার আর কিছুই রইলো না।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, খবর পেয়ে আমতলী ও তালতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি। আগ্নিকান্ডে ১টি বসতঘরসহ ১১টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অগ্নিকান্ডের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারীভাবে সহায়তার করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়