আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা বিএনপির ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হাসান জহীর এবং সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন মনোনিত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শার্শা উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে আবুল হাসান জহির কে সভাপতি ও আলহাজ্ব নুরুজ্জামান লিটন কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন শার্শা উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি - জনাব আবুল হাসান জহির (সদ্য সাবেক সাধারণ সম্পাদক), সিনিয়র সহ- সভাপতি - রুহুল কুদ্দুস (সাবেক ইউপি চেয়ারম্যান কায়বা), সাধারণ সম্পাদক- নুরুজ্জামান লিটন (কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি), যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ তাজউদ্দীন( সাবেক সাধারণ সম্পাদক কায়বা ইউনিয়ন বিএনপি) যুগ্ম সাধারণ সম্পাদক- কুদ্দুস আলী বিশ্বাস(বাগআঁচড়া) সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু(নাভারণ),সাংগঠনিক সম্পাদক - সালাউদ্দিন আহমেদ (শার্শা),সহ- সাংগঠনিক সম্পাদক- আব্দুর রউফ মন্টু (নিজামপুর) ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ। পরবর্তী সময়ে সকল নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তৃনমুলের বিএনপি নেতারা জানান, কয়েকদিন ধরে পৃথক পৃথক ভাবে নেতারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট চেয়ে প্রচার প্রচারনা করছিলেন। এতে কমিটি নিয়ে বিভাজন তৈরী হয় শার্শা উপজেলা বিএনপির মধ্যে। দ্বন্ধ মেটাতে জেলা বিএনপি তৃনমুল নেতা,কর্মীদের সমর্থন নিয়ে নির্বাচন পরিহার করে সমন্বয়ের মাধ্যমে কমিটি তৈরী করে দেন।
শার্শা থানা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, জেলা বিএনপি শার্শা উপজেলা বিএনপিতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করেছে। এই শক্তিশালী কমিটি আগামীতে বিএনপি ও তার অঙ্গসংগঠনকে সুসংগঠিত করতে বড় ভুমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :