শিরোনাম
◈ সরকার ও ছাত্রদের সঙ্গে যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপির ◈ এমবাপ্পের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন লেস্টার সিটির হামজা চৌধুরী ◈ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই ◈ বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ ◈ টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা ◈ আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো: আজহারি ◈ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বসানোর কারণ কী? ◈ সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যু : তদন্তে যা বেরিয়ে এলো ◈ শেখ রাসেলকেও কেন হত্যা করতে হয়েছিল, কারণ জানালেন রাশেদ চৌধুরী (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ১১:২২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা সদর দক্ষিণের লালমতি গ্রামের জমি ও গাছ নিয়ে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীতে লালমতি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ভিপি আবদুল্লাহ।

সংবাদ সম্মেলনে ভিপি আবদুল্লাহ তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে জমি দখল ও গাছ কাটার অভিযোগ তোলা হয়। এর তীব্র নিন্দা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মামুন বলেন, আমি দীর্ঘ ৩০ বছর ধরে বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। বহু হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি। আজ একটি মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে আমার সম্মানহানি করতে চায়।

তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমতি গ্রামে মুন্সি বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বহু সালিশ বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি। গত ১৮ জানুয়ারি স্থানীয় মুরুব্বিদের ডাকে তিনি সালিশে উপস্থিত হয়েছিল। সেখানে তিনি বিবাদমান পক্ষগুলোর সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বৈঠক শেষে চলে যান।

তবে সম্প্রতি তার বিরুদ্ধে গাছ কাটার এবং জমি দখলের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যা তার রাজনৈতিক ক্যারিয়ারকে নষ্ট করার ষড়যন্ত্র বলেও তিনি উল্লেখ করেন।

এসময় সংবাদ সম্মেলনে লালমতি এলাকাবাসীর পক্ষে বিজয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব জিলানী চেয়ারম্যান বলেন, আমরা চেষ্টা করেছিলাম ভাইয়ে ভাইয়ের সমস্যাগুলো সমাধান করতে। ভিপি আবদুল্লাহ এলাকাবাসী হিসেবে শালিশ করতে গিয়েছিল। সেখানে কোনো গাছ কাটার সাথে তার সম্পৃক্ততা নেই।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- লালমতি গ্রামের বাসিন্দা খোরশেদ আলম চৌধুরী, ফারুক মুন্সী, আবুল কালাম, কামরুল ইসলাম টিপুসহ আরও অনেকে।

উল্লেখ্য, বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমে ‘কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি আবদুল্লাহ’র বিরুদ্ধে অসহায় পরিবারের গাছ কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়