শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা হারালো নলকূপ মিস্ত্রী

ফিরোজ আহম্মেদ ,কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলার বটতলা নামক স্থানে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত। 
শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলো- কোটচাঁদপুর কলেজ স্টান্ডের শেরেস্তা মন্ডলের ছেলে আলী হোসেন (৬০) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে জয়নাল হোসেন (৫০) এবং বদি মন্ডলের ছেলে আজিবার (৫০)। 

আহতদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত আলী হোসেন নলকূপ মিস্ত্রী। 
 
স্থানীয়রা জানায়, হয়তো ঘন কুয়াশার জন্য এমন দূর্ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাক ও কোটচাঁদপুর থেকে আসা ব্যাটারি চালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ভ্যানচালকসহ ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। 
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান জুয়েল জানান, পা হারানো আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে। আর বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান,  ঘটনাস্থল থেকে সকাল সাতটা পর খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অতিরিক্ত কুয়াশা এবং কর্দমক্ত ভেজা রাস্তার কারণে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে চাপা দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়