শিরোনাম
◈ কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ◈ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা ◈ দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত ◈ ২০ সেকেন্ডে তালা কেটে ৮ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করেও শেষ রক্ষা হলো না (ভিডিও) ◈ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর ◈ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দ্য প্রিন্টের সম্পাদকের খোলা চিঠি (ভিডিও) ◈ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতার সাক্ষাৎ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত, আহত ২৫

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারী) সকাল পৌনে আটটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকের সাথে এ সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত আহত হয়। ওই বাসে থাকা অন্তত আরো ২৫ যাত্রী এ সময় আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, আমরা সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভিতর অন্য কোন যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। তিনি বলেন ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে বলে তিনি জানান। 

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়