শিরোনাম
◈ সীমান্ত থমথমে: আতঙ্কে এলাকাবাসী, বাণিজ্য বন্ধ ◈ সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত : পুলিশ প্রতিবেদন ◈ ভ্যাট বাড়ানো নিয়ে ব্যাপক সমালোচনা, আত্মঘাতী বলছেন কেউ কেউ ◈ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা ◈ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি! ◈ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ◈ ৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ব্যাট রিওভাইরাস: সতর্কবার্তা খেজুরের রস পানে  ◈ বাংলাদেশের পোশাক শিল্প পুনরুজ্জীবিত হচ্ছে ◈ অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ‌‌, বিক্রি হলো ৪০ লক্ষ টাকায়

নিনা আফরিন,পটুয়াখালী : : দুইদিনে বঙ্গোপসাগরে এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ নিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে। বৃহস্পতিবার (জানুয়ারি) সন্ধ্যায় এসব মাছ আলীপুরে মেসার্স ফাইভ স্টার ফিস নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় ৪০ লাখ ১৪ হাজার টাকায়।  

খোঁজ নিয়ে জানা গেছে, মাছগুলো গত মঙ্গলবার ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। এফ.বি. বিসমিল্লাহ-১ নামের মাছ ধরা ট্রলারটি গত ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭জন জেলে নিয়ে সমুদ্রে ফিশিং করতে যায়। চার দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্খিত মাছগুলো ধরা পড়েছে। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে তিনটি সাইজে আলাদা করা হয়।

জানা গেছে ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতিমণ ৪০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতিমণ মাছ ২৫ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৪০  লাখ ১৪ হাজার টাকা হয়েছে বলে জানিয়েছেন এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান।

ট্রলারের মাঝি জানান গত রবিবার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। ফিশিং করতে করতে কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছেন। 

এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুণতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো। তাই তিনি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়