এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেসকোর গণবিরোধী ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রকিবুল হাসান, সান্তাহার পৌর কোকো পরিষদের সভাপতি ইকাবাল হোসেন, সাংবাদিক শফির উদ্দীন প্রমূখ। বক্তারা জানান, ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন করলে পূর্বের থেকে বেশি ভোগান্তি পোহাতে হবে জনসাধারণের। বিগত সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতি ও অনিয়মে ভরপুর করে রেখেছে। ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎবিভাগ। প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা।
আপনার মতামত লিখুন :