শিরোনাম
◈ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা ◈ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি! ◈ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ◈ ৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ব্যাট রিওভাইরাস: সতর্কবার্তা খেজুরের রস পানে  ◈ বাংলাদেশের পোশাক শিল্প পুনরুজ্জীবিত হচ্ছে ◈ অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ◈ মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীকে গ্রেফতার ◈ হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ ◈ ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই  কক্সবাজার রুটে আরো নতুন দুই জোড়া ট্রেন চালু হচ্ছে 

এম আর আমিন, চট্টগ্রাম : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্থায়ীভাবে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। গত (৯ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় “প্রবাল এক্সপ্রেস” ও “সৈকত এক্সপ্রেস” নামের ট্রেন দুটির অনুমোদন প্রদান করে। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেন দুটি যাত্রী পরিবহন শুরু করবে বলে আশা করা হচ্ছে।


২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে একটি বিরতিহীন ট্রেন চালুর পর থেকেই এই রুটে টিকিটের ব্যাপক চাহিদা দেখা দেয়। এই চাহিদার প্রেক্ষিতে ২০২৪ সালের ১ জানুয়ারি আরও একটি বিরতিহীন ট্রেন সার্ভিস চালু করা হয়। কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারে সরাসরি কোনো ট্রেন না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এপ্রিলে ঈদ উপলক্ষে একটি বিশেষ ট্রেন চালু করা হলেও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ট্রেনটি এখনও চালু রাখা হয়েছে। এই ট্রেনটিকে পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেনে রূপ দিয়ে প্রতিদিন দুই জোড়া ট্রেন চালানোর প্রস্তাব রেলওয়ের উচ্চ পর্যায়ে পাঠানো হলেও অনুমোদন পেতে বিলম্ব হচ্ছিল।

অবশেষে ১১ ডিসেম্বর “প্রবাল এক্সপ্রেস” ও “সৈকত এক্সপ্রেস” নামের দুটি আন্তঃনগর ট্রেন চালানোর প্রস্তাব রেলভবনে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর রেলভবন থেকে প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং বৃহস্পতিবার দ্রুত সময়ের মধ্যে ট্রেন দুটি চালুর অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান জনবল দিয়েই এই রুটের নতুন দুই জোড়া ট্রেন চালাতে হবে। ট্রেনের ক্যাটারিং সার্ভিসের জন্য সাময়িক অনুমতি দেয়া হলেও দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সেবা পরিচালনার ব্যবস্থা করতে হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের পর এই পথে টিকিটের চাহিদা অনেক বেশি। ঢাকা থেকে দুটি সরাসরি ট্রেন থাকলেও চট্টগ্রাম থেকে স্থায়ী কোনো ট্রেন ছিল না। নতুন এই ট্রেন দুটি চালুর ফলে স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে। 

তিনি আরও বলেন, নতুন এই ট্রেন দুটি চালুর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে এসে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবে যাত্রীরা। বিশেষ করে চাঁদপুর, ময়মনসিংহ, সিলেটসহ চট্টগ্রাম থেকে ঢাকা রেলরুট সংলগ্ন জেলার যাত্রীরা ট্রেনে করে চট্টগ্রামে এসেও কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবে।

নতুন অনুমোদিত ট্রেন দুটির নাম হবে “সৈকত এক্সপ্রেস” (৮২১ ও ৮২৪) এবং “প্রবাল এক্সপ্রেস” (৮২২ ও ৮২৩)। ট্রেন দুটির প্রতিটির আসন সংখ্যা হবে ৭৪৩টি। ৮২১ নং ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ৮২২ নং ট্রেনটি সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ৮২৩ নং ট্রেনটি দুপুর ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় কক্সবাজার এবং ৮২৪ নং ট্রেনটি সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়