মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচা গামী প্রাথমিক স্কুলের বই বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়। এই সময় ট্রাকে থাকা প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারি ম্যান আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
আজ বৃহস্পতিবার (৯জানুয়ারী) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস একটি দল ঘটন্থলে পৌছে ড্রাইভারের লাশটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশের হাতে হস্তান্তর করেন। আহত আনোয়ারকে(৩৫) উদ্ধারকরে ধামরাই সরকারী হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা হতে ছেড়ে আসা আরিচাগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধামরাই থানারোড এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ট্রাকের ড্রাইভার ঘটনা স্থলেই মারা যায়। এসময় প্রাথমিক বিদ্যালয়ের বই বহনকারী ডেলিভেরি ম্যান আনোয়ার হোসেন গুরুতর আহত হয়।
এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত ট্রাক ড্রাইভারের নাম পরিচয় জানা যায়নি। তবে আহত বই ডেলিভারি ম্যান আনোয়ার হোসেন(৩৫)কে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের চাকা ফেটে গিয়ে ফুটওভার ব্রিজের পিলারের মাঝে ধাক্কা লাগে। এতে ফুটওভার ব্রিজের মাঝের খুটি বেকে যায়। বর্তমানে খুঁটিটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
প্রতিবেদক এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি।
আপনার মতামত লিখুন :