কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর এলাকার ঝিনজি ফকিরের মাঝারের উত্তর পার্শ্বে সড়ক দুঘর্টনায় আবুল কাশেম(৬৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩টার সময় প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের ঝিনজি ফকিরের মাঝারের উত্তর পাশে রাস্তা পার সময় দ্রুত গতির একটি মিনি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে অনেক দুর নিয়ে আসে । গুরুতর আহত আহত আবুল কাশেমকে স্থানীয় জনগন ও পরিবারের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করে বলে জানান নিহতের আত্নীয় ও খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুদ্দিন চৌধুরী।
নিহত আবুল কাশেম খানখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম রায়ছটা গ্রামে। নিহতের দু,সংসারে স্ত্রীসহ ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে সুত্রে জানা যায় । আগামীকাল (বৃহস্পতিবার) নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
বাঁশখালী পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন,
সড়ক দুঘর্টনায় হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। দুঘর্টনা কবলিত গাড়িটি ট্রেস করতে পারেনি,চেষ্টা চলছে গাড়িটি চিহ্নিত করতে । নিহতের পরিবার মামলা কিংবা আইনগত সহায়তা চাইলে করা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :