শিরোনাম
◈ উত্তরা পূর্ব থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি ◈ রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ◈ দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত (ভিডিও) ◈ সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার ◈ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে: গার্ডিয়ানের প্রতিবেদন ◈ দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ স্বাস্থ্য অধিদফতরের এইচএমপিভি নিয়ে ৭ নির্দেশনা ◈ জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত! (ভিডিও) ◈ ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ কনটেন্ট ক্রিয়েটর কাফির (ভিডিও)

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে শাশুড়ির সাথে অভিমান করে বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে শাশুড়ির সাথে অভিমান করে শাবানা বেগম (২৪) নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। বুধবার সকালে ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান। শাবানা বেগম পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিদুলি ইউনিয়নের মদন গোপাল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও  ভাটারা উত্তর পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শাবানা বেগম রান্না করার লাকড়ি নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া হয়। পরে সন্ধ্যায় অভিমানে ঘরে থাকা  বেগুন গাছে দেয়ার জন্য আনা বিষ পান করে। এসময় শাবানার স্বামী রুহুল আমিন বুঝতে পেরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে জামালপুর নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের স্বামী রুহুল আমিন জানান, বেগুন ক্ষেতে দেওয়া জন্য বিষ ঘরে রাখা ছিল। আমার মার সাথে অভিমান করে বিষপান করে। আমার স্ত্রীর একটু রাগ অভিমান বেশি থাকায় এই ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, শাবানার পরিবার বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে আমাদের উর্ধ্বোতন কর্মকর্তার সাথে কথা বলে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায়  লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়