শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল ◈ ভয়াবহ দুর্যোগ: যুক্তরাষ্ট্রে জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন হাজার হাজার মানুষ ◈ গ্যাস দেন, আমরা বৈদেশিক মুদ্রা দেব : জ্বালানি উপদেষ্টাকে এ কে আজাদ ◈ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে উত্তর কোরিয়ার পর বাংলাদেশ ◈ রাফির অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি : সারজিস ◈ সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে : প্রধান উপদেষ্টা  ◈ লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া ◈ মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী ◈ বাংলাদেশকে সস্তায় গরুর মাংস দিতে চায় ব্রাজিল! ◈ শেখ হাসিনা ইস্যুতে দুই মেরুতে বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৫ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগ তুলে আবুল কালাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। তার মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।

নিহতের স্ত্রী রেহানার অভিযোগ, রোববার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যান কয়েকজন। এরপর সকালে স্বামীর খোঁজ করতে গিয়ে কাঞ্চনপুরে তাকে একটি বাগানে আহত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।  

তিনি আরও জানান, জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার স্বামী আবুল কালামকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যান। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতিও দেখান।  

অপহরণকারীরা তখন তার স্ত্রীকে জানায়, 'কয়েকদিন আগে আবুল কালাম সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি চুরি করেছে'- এ কারণেই তাকে ধরে নিয়ে যাচ্ছেন তারা।

রেহানা বলেন, সকালে আমি কাঞ্চনপুরে গিয়ে দেখি একটি সুপারি বাগানের মধ্যে জিসানের নেতৃত্বে লোকজন আমার স্বামীকে পেটাচ্ছে। আমার স্বামী কাতর কণ্ঠে পানি চাইলো, কেউ দিল না। আমি তার কাছে এগিয়ে গেলে তাকে হাসপাতাল নিতে বলে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় আমার স্বামী।

স্থানীয়রা জানান, দু'দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির অটোরিকশার ব্যাটারি চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। একপর্যায়ে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হচ্ছে। বেলা ১১টার দিকে মোবাইল ফোনে এমন সংবাদ পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে বলি। হাসপাতালে পুলিশ পাঠাই। পুলিশ এসে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়