সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৮ জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী :
টাঙ্গাইল: মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এসব ঘটনা ঘটে।
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রাজশাহী: রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাওরানবাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল: বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেয়া অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুইজন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা : রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উৎস: চ্যানেল২৪
আপনার মতামত লিখুন :