শিরোনাম
◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার ◈ সারজিস আলম বললেন এই আন্দোলন শতভাগ যৌক্তিক, চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব (ভিডিও) ◈ পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ : ডিএমপি  ◈ কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব: বদিউল আলম মজুমদার ◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০১:১৪ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১

ঝিনাইদহে মেছোবিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর হত্যার শিকার মেছো বিড়াল ও তার পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্য সম্বলিত ছবিসহ সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা পান।

জাহিদুল ইসলাম এর আগেও বন্যপ্রাণী হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এসব অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়