শিরোনাম
◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁওয়ে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা

সাইফুল ইসলাম : ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনারোধে ঠাকুরগাঁওয়ে চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।

জেলা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ট্রাফিক ইন্সপেক্টর হাসান আলি,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান।

চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় জেলার তিন শতাধিক অটো রিক্সা, ত্রি হুইলার এবং বাস ও ট্রাকের চালক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং সড়ক আইন বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, নি:সন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এতে করে আমাদের চালকরা আরো সচেতন হবে । তারা তাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হবে আবার রাস্তার আইন এবং গাড়ি চালনার ক্ষেত্রেও সচেতন হবে। আমি এ ধরনের উদ্যোগকে বার বার গ্রহণ করার জন্য পৌরসভা এবং জেলা প্রশাসনকে বলবো। এতে একদিক থেকে যেমন আমাদের জান মালের নিরাপত্তা বৃদ্ধি পাবে অপরদিকে এ রাষ্ট্রেরই উপকার হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়