ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া : কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মীরপুর সড়কের চান্দলা টানা ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় সজিব ইসলাম(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ও স্থানীয় লোক জনের সঙ্গে কথা বলে জানা যায়, (২১ ডিসেম্বর) শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত সজিব ইসলাম চান্দলা পদুয়া খামাচাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সে চান্দলা কে.বি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে থানার এসআই কমল সরকার বলেন, শনিবার বিকেলে চান্দলা টানা ব্রীজ হয়ে একটি ট্রাক মীরপুর দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের ধাক্কা লেগে সজিব ইসলাম নামে এক পথচারীকে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :