শিরোনাম

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে।  শনিবার (২১ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
সংঘর্ষ চলাকালে দুইটি দোকান, ৫/৬টি বাড়ি, একটি গ্যারেজ ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় প্রতিপক্ষ। এছাড়া হামলার ঘটনায় অন্তত ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গুরুতর আহতরা হলেন, বিপ্লব মোল্লা (২৫), জালাল মোল্লা (৫০) , মতি মোল্লা (৩০), সাইফুল মোল্লা (৫৫), আকুবালী মোল্লা (৫০), হেলেনা বেগম (৩২), আবির শেখ (১৪), বাবু শেখ(২৮) ও রাব্বি মোল্লা (৩০)।
 
স্থানীয়রা জানায়, দিঘলকান্দা গ্রামের আপন চাচাতো ভাই আকুব আলী মোল্লা  ও নজর আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আপন চাচাতো ২ ভাইদের মধ্যে আদালতে মামলা চলে আসছিল। এ ঘটনা নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আকুবআলী  ও নজর আলী মোল্লার সাথে কথা কাটাকাটি এক পর্যায় হাতাহাতি পরে মারামারি হয়।
 
এঘটনার জের ধরে শনিবার (২১ ডিসেম্বর) সকালে গ্রামবাসী আকুবআলী ও নজরআলীর পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে দেশি অস্ত্র, ঢাল, কাতরা, টেঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে দুইটি দোকান, ৫/৬টি বাড়ি, একটি গ্যারেজ ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা নিয়ে যায়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
 
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, সকালে দীঘলকান্দা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এঘটনায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়