শিরোনাম
◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মালবাহী ট্রাকের সঙ্গে স্যালো ইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন এগারোমাইল ঈদগাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গরুবোঝাই নছিমন সড়কের পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গরু নিয়ে আলামপুর পশুহাটে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তায় পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়