মো: মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব-মুন্সীয়া সড়কের পাশে একটি মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পূর্ব-মুন্সীয়া গ্রামের রহিম শেখের পুত্র হুমায়ুন কবির চুন্নুর মালিকাধীন টিনের দোকানটি পুড়ে আর্থিকভাবে কয়েক লাখ টাকার ক্ষতি হয়। শনিবার রাত পৌণে ৪ টার দিকে দোকানটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। স্থানীয়রা জানায়, ভোরের দিকে দোকানে আগুন লাগার খবর শোনতে পান তারা। পার্শ্ববর্তী দোকানী মো. হুমায়ুন জানান, ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দোকানে আগুন লেগেছে। ভুক্তভোগী মুদি দোকানী সূত্রে জানা গেছে, এ ঘটনায় টিনের দোকানসহ আসবাবপত্র ও বিভিন্ন মুদি মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।
স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন জানান, চুন্নু ভাইয়ের দোকানটি পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপন করার মধ্যে দিয়ে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত।
আপনার মতামত লিখুন :