শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিক্সায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং নিহত কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।  স্থানীয়রা জানান, ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান। হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, ভোরে দূর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা একজন তখনই মৃত আরেকজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি সেও মারা গেছেন। সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়