শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউ গাছের সাথে শত্রুতা

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধ : ঝিনাইদহের কালীগঞ্জে নজির আহমেদ নামের এক কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের  মৃত তছের আলী মোল্লার ছেলে কৃষক নজির আহমেদের লাউ ক্ষেতে এ ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত কৃষক নজির আহমেদ জানান,আমার বাড়ি থেকে ৭০০ ফুট উত্তরে নিজের চাষাবাদকৃত ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে দেয়। ওই জমিতে প্রায় ৭০ টি লাউ গাছ ছিল। আজও ওই কাটা গাছ থেকে ১০০ টি  লাউ বাজারে বিক্রি করেছি ১৭০০ টাকায়। এর আগেও আমি ৬ বার ওই জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রি করেছি। এভাবে লাউ গাছগুলো কেটে ফেলায় আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেল।
 
শত্রুতামূলকভাবে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন কৃষক নজির আহমেদ।লাউ গাছ কাটার ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম  বলেন, লাউগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়